১। নতুন ভোটার নিবন্ধন- অনলাইনে ভৌটার নিবন্ধন ফরম পুরন করে ক) জন্ম সনদ খ) শিক্ষা সনদ গ) পাসপোর্ট (প্রবাসী হলে) ওরাইভেল সীল সহ কপি ঘ) নাগরিকত্ব সনদ ঙ) ইউটিলিটি বিলের কপি চ) চৌকিদারী কর রশিদ ছ) পিতা মাতার জাতীয় পরিচয়পত্র সহ জমা দিতে হবে।
২। ভোটার ঠিকানা স্থানান্তর- অফিস হতে ফরম ১৩ সংগ্রহ করে ১) নাগরিকত্ব সনদ ২) ইউটিলিটি বিলের কপি ৩) চৌকিদারি কর রশিদ সহ জন প্রতিনিধির স্বাক্ষর সীল সহ অফিসে যোগাযোগ করতে হবে।
৩। জাতীয় পরিচয়পত্র সংশোধনের পরামর্শ প্রদান- এ সকল পরামর্শের জন্য সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে হবে
৪। হাড়ানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন - হাড়ানো জাতীয় পরিচয় পত্রের নম্বর সহ থানায় জিডি কপি সহ অনলাইনে আবেদন করেতে হবে।
# সকল জাতীয় পরিচয়পত্র সংশোধন ও চাহিত দলিলাদি অথবা নির্দেশনা অনলাইনে আবেদনের সময় দাখিলকৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হয়।
বিস্তারিত জানতে - services.nidw.gov.bd লিংকে জানতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস